Wellcome to National Portal
মেনু নির্বাচন করুন
Main Comtent Skiped

Title
বড়বিলা বিল
Location
ঢাকা-ময়মনসিংহ মহাসড়কস্থ বড়বিলা নামক স্থানে অবস্থিত।
Transportation
স্থানটি বিশ্বরোডের পাশে হওয়ায় বাস, মাইক্রো বাস, প্রাইভেটকার, সি এন জি, অটো রিক্সা, ভ্যান ইত্যাদি যানবাহন দিয়ে যাওয়া যায়।
Details

ময়মনসিংহ জেলার সর্ব উত্তরের (বর্ডার) থানা হালুয়াঘাট। ঢাকা থেকে হালুয়াঘাট উপজেলায় প্রবেশের সময় অথিতিদের নিমন্ত্রন জানায় বড়বিলা বিল। কথিত আছে এই বিলটি এক সময় নানারকম পাখিদের অভয়ারণ্য ছিল। এখনও বর্ষা মৌসুমে হরেকরকম পাখির আগমন ঘটে। ডাহুক, পানকৌড়ি, বালি হাঁস, পাতি হাঁস, ধবল বক এবং শীত মৌসমে অথিতি পাখিদের বিচরণ ছিল নয়নাভিরাম। তাই পাখি শিকারীদের জন্য এ বিলটি সুপরিচিত ছিল। বর্ষায় শাপলার পাতা দূর থেকে দেখতে অনেক ছোট ডিঙ্গির মত দেখায়। এছাড়া শাপলা,পানি ফল (স্থানীয় ভাষায় হিংড়া), শালুক এবং মামা কলা জম্নে প্রচুর। বর্ষায় জেলেদের মাছ ধরার সুখ আর ব্যুরো মৌসুমে কৃষকের পাকা ধান কাটার নবান্ন বয়ে যায়। একদিকে অথই পানি আর অন্য সময় সবুজের সমারোহ বিলটিকে করে তোলে এক অন্য রকম।