১১নং আমতৈল ইউনিরয়নটি প্রায় ২৭.০০ বর্গ কিলোমিটার।জনসংখ্যায় প্রায় ২৮ হাজার। ইউনিয়নটির মধ্যেদিয়ে কংশ নদী প্রবাহিত।ইউনিয়নটির পূর্বে স্বদেশী ইউনিয়ন, পশ্চিমে ১০নং ধুরাইল ইউনিয়ন, উত্তরে ৯নং ধারা ইউনিয়ন এবং পশ্চিমে ৪নং সিংহেশ্বর ইউনিয়ন অবস্থিত। কোদালিয়া খাল নামে একটি খাল ইউনিয়নের উত্তর পার্শ্ব দিয়ে প্রবাহিত হইয়া নাগলা বাজারের নিকটবর্তী হইয়া ১২নং স্বদেশী ইউনিয়ন পযন্ত বিস্তৃত।ইউনিয়নের বাহির শিমূল গ্রাম হইতে খলিশাকুঁড়ি খাল নামকরণ হইয়া বড়বিলা পযন্ত গিয়া শেষ হইয়াছে।ইউনিয়নে বাহির শিমূল এবং নাগলা বাজার নামে দুটি জনপ্রিয় বাজার রহিয়াছে।
পরিকল্পনা ও বাস্তবায়নে: মন্ত্রিপরিষদ বিভাগ, এটুআই, বিসিসি, ডিওআইসিটি ও বেসিস