Wellcome to National Portal
মেনু নির্বাচন করুন
Main Comtent Skiped

প্রখ্যাত ব্যক্তিত্ব

১১নং আমতৈল ইউনিয়নে ৪ (চারজন) প্রখ্যাত ব্যক্তি রয়েছেন। যাদের কৃতিত্ব ইউনিয়নটিকে গৌরবজ্জ্বল করেছে। নিম্নে তাহাদের সংক্ষিপ্ত পরিচয় ও কৃতিত্ব উল্লেখ করা হল-

০১) উল্লেখযোগ্য ব্যক্তিগনের মধ্যে মরহুম ড. মফিজুল ইসলাম তাঁর উচ্চ শিক্ষা লাভের জন্য তৎকালীন পূর্ব পাকিস্তানের প্রেসিডেন্ট আঃ মোনায়েম খান তাঁকে গোল্ড মেডেল দিয়ে পুরস্কৃত করে ছিলেন। তার জন্ম স্থান অত্র ইউনিয়নের বাদে বাহির শিমূল গ্রামে। পিতামৃত- নাছির উদ্দিন মাস্টার, মাতা মোছাঃ আমিনা খাতুন।

 

০২) মোঃ আবুল ফাতাহ ব্যক্তি জীবনে কৃষি বিভাগের পরিচালক ছিলেন। তাঁর দানশীলতায় এলাকার গরীব লোকজন উপকার পাইত। তাঁহার জন্ম স্থান অত্র ইউপির বাহির শিমূল গ্রামে।

 

০৩) রামজীবন ছগা একজন উল্লেখযোগ্য ব্যক্তিত্ব। তৎকালীন ইউ.পি চেয়ারম্যান মরহুম মফিজ উদ্দিন খান সাহেবের সময়ে ২.৭৫ শতাংশ ভূমি তাঁর নামীয় রাস্তা এবং ইউনিয়ন পরিষদ সংস্কারের জন্য বাদে বাহির শিমূল মৌজায় দান করেন।

 

০৪) অত্র ইউনিয়নের  আমতৈল গ্রামে শাহ পরিবার নামে জমিদার ছিল। ভরৎচন্দ্র সাহা ও অগুর চন্দ্র সাহা নামে দুই সহোদর ছিল। এখনও তাদের বাড়ি ঘরের চিহ্ন আছে। তাঁদের বংশধর স্থানীয় হালুয়াঘাট বাজারে শ্রী লিটন চন্দ্র সাহা (ইউ,পি মেম্বার) এর পরিবার খয়রাকুড়ি গ্রামে বসবাস করিতেছে। অন্যরা যুক্তরাষ্ট্রে, ব্রিটেন, কানাডা, ভারত, সুইডেন ও বাংলাদেশের বিভিন্ন স্থানে অবস্থান করিতেছে। তখনকার সময়ে জমিদারগন আমতৈল গ্রামে কংশ নদীর তীরে (বর্তমান আবাসন প্রকল্প) রাজকীয়ভাবে দূর্গা পূজা করত।