Wellcome to National Portal
মেনু নির্বাচন করুন
Main Comtent Skiped

সাংস্কৃতিক সংগঠন

আমরা বাঙালী আমাদের আছে নিজস্ব ভাষা, সাংস্কৃতি, ঐতিহ্য আমরা গর্ববোধ করি এই দেশকে নিয়ে, এটা আমাদের মাতৃভূমি এখানেই আমাদের জন্ম এখানেই আমাদের মৃত্যু যদি আল্লাহ নছিব করেন। আমাদের এই জাতি যাযাবরের মত ভেসে বেড়ায় না, কলম্বাসের মত জাহাজে চড়ে মাসের পর মাস সমুদ্রে ভেসে খুজে  পাওয়া দেশ নয় আমরা ঐতিহাসিক ভাবেই বাঙালী জাতি, বাংলা ভাষী জাতি হিসেবে বাংলাদেশ আমাদেরই। আমরা যেমন কোমল তেমনি গর্জে উঠতও সময় লাগেনা যেমনটা উঠেছিল ৫২, ৭১ এ।

সংস্কৃতি একটি জাতির ঐতিহ্য। আর এর অন্যতম পরিচালিকা শক্তি হচ্ছে সাংস্কৃতিক সংগঠণগুলো। এ ধরণের কয়েকটি সংগঠণ রয়েছে ১১নং আমতৈল ইউনিয়নের বিভিন্ন স্থানে-

১। বলারাম নাট্যগোষ্ঠি সাংস্কৃতিক সংগঠণ।

২। নিঝুম সাংস্কৃতিক সংগঠণ।

৩। আলেয়া উচ্ছাস সাংস্কৃতিক সংগঠণ।