Wellcome to National Portal
মেনু নির্বাচন করুন
Main Comtent Skiped

শিরোনাম
আমতৈল ইউনিয়নকে বাল্য বিবাহমুক্ত ঘোষনা !
বিস্তারিত

সম্মানিত সুধী,

                সালাম ও শুভেচ্ছা নিবেন। আমতৈল ইউনিয়নকে বাল্য বিবাহমুক্ত ঘোষনা করার লক্ষ্যে আগামী ২৫ডিসেম্বর রোজ রবিবার সকাল ১১:০০ ঘটিকায় ইউনিয়নন পরিষদ প্রাঙ্গণে এক সুধী সমাবেশের আয়োজন করা হয়েছে। সমাবেশে প্রধান অতিথি জনাব- ফারুক আহমেদ খান, চেয়ারম্যান, উপজেলা পরিষদ ও জনাব-  মোঃ হেলালুজ্জামান সরকার, উপজেলা নির্বাহী অফিসার, হালুয়াঘাট, ময়মনসিংহ উপস্থিত থাকার সদয় সম্মিতি জ্ঞাপন করেছেন। 

উক্ত সুধী সমাবেশে উপস্থিত থেকে বাল্য বিবাহমুক্ত আমতৈল েইউনিয়ন বির্নিমাণে অংশীদার হওয়ার জন্য অনুরোধ করা হইল।

 

শুভেচ্ছান্তে-

মোঃ শফিকুর রহমান (শফিক)

চেয়ারম্যান

১১নং আমতৈল ইউপি

হালুয়াঘাট, ময়মনসিংহ।

ডাউনলোড
প্রকাশের তারিখ
21/12/2016
আর্কাইভ তারিখ
29/09/2018