Wellcome to National Portal
মেনু নির্বাচন করুন
Main Comtent Skiped

শিরোনাম
‘Freelancer2entrepreneur ‘ ফ্রি রেজিস্ট্রেশন (A to Z) স্ক্রীনশর্টসহ।
বিস্তারিত

সারা দেশে Freelancer2entrepreneur- রেজিস্ট্রেশন চলছে। এরই ধারাবাহিকতায় ময়মনসিংহ জেলার আগ্রহী উদ্যোক্তাদের ফ্রি রেজিস্ট্রেশন সম্পন্ন হলো ময়মনসিংহ ডিসি হলরুমে। কিন্তু সহজ এই রেজিস্ট্রেশন পদ্ধতি না বোঝার কারণে অনেকেই বিপাকে পড়েন । চলুন কথা না বাড়িয়ে দেখে নিই স্ক্রীনশর্টসহ এর সহজ পদ্ধতি........

রেজিস্ট্রেশন করার জন্য ক্লিক করুন এই লিঙ্কে>>>....  “ফ্রি লেনসার টু এন্টারপ্রিউনার’’

আপনার সামনে যে পাতাটি প্রদর্শিত হচ্ছে তা নিম্নের মত করে পূরণ করুন......

Social Network Id ফিল্ডটি খালি। এখানে আপনি uisc লিখে দিন এবং Next চাপুন। নিচের পেইজটি আসবে..........

সমস্ত তথ্য ঠিক থাকলে এবং খালি ফিল্ডটিতে uisc লিখে Next  বাটন চাপুন। নিম্নের পেইজটি আসবে......উপরের স্ক্রিণটি ভাল করে লক্ষ্য করুন। দ্বিতীয় এবং তৃতীয় ফিল্ডে আপনার “দৈনিক মনিটরিং টুলস /প্রতিবেদন আপলোড “ এর লিঙ্কটি কপি করে পেস্ট করুন। অথবা লিখে দিন। Brows অপসনে আপনার যে কোন মাসের একটি প্রতিবেদন Word ফাইলে কপি করুন। কপিকৃত ফাইলটি পিডিএফ করে আপলোড করুন। কাজ হয়ে গেল। এবার Next  বাটন চাপুন। নিম্নের পেইজটি আসবে......

উপরের ফিল্ডগুলো যথাযথ পূরণ করে Next  বাটন চাপুন। নিম্নের পেইজটি আসবে......

আপনার সমস্ত কাজ শেষ। এবার বাড়ি যাবার পালা। তবে হ্যা, পরবর্তীতে লগইন করার জন্য password টি যত্নসহকারে সংরক্ষণ করুন। প্রয়োজনে মোবাইল নংটিও লিখে রাখুন। কোনরকম সমস্যা হলে জানতে সহজ হবে।

******কোন ভুল বা ত্রুটি হলে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখার অনুরোধ রইল।*******

ধন্যবাদান্তে--

নাসির-

নাগলা বাজার

০১৭২৬-৬৭৮৫০৯।।

ছবি
ডাউনলোড